আজ Pundra University of Science & Technology-তে সফলভাবে সম্পন্ন হয়েছে “AI Engineering Career & Workshop | English Preparation & Study Abroad” Organized by Alpha Net. এই কর্মশালার সহ-আয়োজক ছিল PUB Computer & Programming Club.
কর্মশালায় মূলত শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি-ভিত্তিক ক্যারিয়ার গড়ার সুযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সম্ভাবনা, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা এবং কার্যকর ইংরেজি দক্ষতা অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন, যা তাঁদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক হবে।
সম্মানিত বক্তা Israfeel Masum, AI Engineer, USA, শিক্ষার্থীদের সামনে AI সেক্টরের বাস্তব অভিজ্ঞতা ও বৈশ্বিক সুযোগ তুলে ধরেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
এই আয়োজনকে সফলভাবে সম্পন্ন করতে অসামান্য ভূমিকা রাখার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে Alpha Net-এর প্রতি। একই সঙ্গে ধন্যবাদ জানানো হচ্ছে সক্রিয় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে, যাঁদের আগ্রহ ও সম্পৃক্ততা কর্মশালাটিকে আরও অর্থবহ করেছে।
Pundra University of Science & Technology শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখবে।